যশোরে ভোটের চূড়ান্ত প্রস্তুতি: ৬ আসনে ভোটার ২৪ লাখ ৭১ হাজার, প্রস্তুত ৮২৪ কেন্দ্র

আরো পড়ুন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোরের ৮টি উপজেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলার মোট ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন।
এক নজরে যশোরের ভোটার পরিসংখ্যান
যশোর জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন।
* পুরুষ ভোটার: ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন।
* নারী ভোটার: ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন।
* ভোটকক্ষ: মোট ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
* নির্বাচনী কর্মকর্তা: নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ১৪ হাজার ৮৬১ জন কর্মকর্তা।
আসনভিত্তিক ভোটকেন্দ্র ও কক্ষের চিত্র
জেলার ৬টি আসনের ভোটকেন্দ্রের বিন্যাস নিম্নরূপ:
* যশোর-১ (শার্শা): ১০২টি কেন্দ্র ও ৫৭৭টি ভোটকক্ষ।
* যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): ১৭৫টি কেন্দ্র।
* যশোর-৩ (সদর): ১৯০টি কেন্দ্র (এখানে কোনো অস্থায়ী ভোটকক্ষ নেই)।
* যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): ১৪৮টি কেন্দ্র।
* যশোর-৫ (মণিরামপুর): ১২৮টি কেন্দ্র।
* যশোর-৬ (কেশবপুর): ৮১টি কেন্দ্র।
প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিয়মিত মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।
“আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া। এখন পর্যন্ত জেলার পরিবেশ স্থিতিশীল রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা সজাগ রয়েছে।”

উল্লেখ্য, এই নির্বাচনের পাশাপাশি একই দিনে ‘জুলাই সনদ’ বা সংবিধান সংশোধনের প্রশ্নে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ