সংসদ নির্বাচন: যশোর ও নড়াইলে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় ৩০ প্লাটুন সদস্য

আরো পড়ুন

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যশোর ও নড়াইল জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে দ্বিতীয় দফার মোতায়েন কার্যক্রম শেষ করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকার ৩টি জেলার ১৬টি উপজেলা এবং ১১টি সংসদীয় আসনে মোট ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
* প্রথম ধাপ (২৯ জানুয়ারি): গোপালগঞ্জের ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোরের ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
* দ্বিতীয় ধাপ (৩০ জানুয়ারি): নড়াইলের ২টি আসনে ৫.৫ প্লাটুন এবং যশোরের বাকি ২টি আসনে ২.৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে:
যশোর ব্যাটালিয়নের অধীনে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।* ভোট কেন্দ্রগুলোতে নিয়মিত রেকি (Reconnaissance) ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি আশা প্রকাশ করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরো পড়ুন

সর্বশেষ