নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে লেখাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, যুবদল কর্মীর উপর্যুপরি ঘুষিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে এবং ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবারের একটি নির্ধারিত দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় ত্রিশকাহনীয়া এলাকায় আলোচনা সভায় বসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নাম রাখার ক্রম নিয়ে স্বেচ্ছাসেবক দল সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি শুরু হয়।
তর্কাতর্কির একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহার, রিপন ও এমরাতকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে আজাহার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কাঞ্চন পৌর বিএনপির শীর্ষ নেতারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান:> “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

