নোয়াখালী বিএনপি-এনসিপি সংঘর্ষ: আহত ১০,

আরো পড়ুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’র উদ্বোধনকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিকেলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার এবং বিআইডব্লিউটিসি-এর কমার্শিয়াল ডিরেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরি সার্ভিস চালুর কৃতিত্ব দাবি করে বিএনপি ও এনসিপি সমর্থকরা পৃথকভাবে স্লোগান দিতে শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা ইট-পাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উদ্বোধনী অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগ্বিদিকে ছুটতে থাকেন।
:
ইট-পাটকেল ও হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “এই ফেরি সার্ভিস হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। কিন্তু আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি, তবে আমাদের এই বিশাল অর্জন খণ্ডিত হবে।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ