বশেমুরবিপ্রবি’র প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক

আরো পড়ুন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। তারা দ্রুত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের বিকট শব্দে হলের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রক্টর বলেন,
> “ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।”
>

পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই বিস্ফোরণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বর্তমানে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ন

আরো পড়ুন

সর্বশেষ