যশোরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণের বারসহ খালেদ হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আটক খালেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
শনিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। সন্দেহভাজন খালেদ হোসেনকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৩.২৬ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত মালামাল
উদ্ধারকৃত স্বর্ণের পাশাপাশি পাচারকারীর কাছ থেকে নিচের সরঞ্জামগুলো জব্দ করা হয়:
* স্বর্ণের বার: ২ টি (ওজন ২৩৩.২৬ গ্রাম)
* বাজারমূল্য: প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।
* নগদ টাকা: ৩ হাজার ২৫০ টাকা।
* অন্যান্য: ১টি মোবাইল ফোন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ স্বীকার করেছেন যে তিনি ঢাকার তাঁতীবাজারের এক চোরাকারবারির কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। তার পরিকল্পনা ছিল যশোর ও চৌগাছা সীমান্ত ব্যবহার করে এই স্বর্ণ ভারতে পাচার করা।
আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

