আবারো জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান

আরো পড়ুন

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হওয়া দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* নির্বাচনের সুযোগ: এখন থেকে ফিটনেস ও প্রাপ্যতা সাপেক্ষে দেশে এবং দেশের বাইরের যেকোনো সিরিজেই সাকিবকে বিবেচনা করতে পারবেন নির্বাচকরা।
* কেন্দ্রীয় চুক্তি: সাকিবকে পুনরায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
* আইনি বিষয়: সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও অন্যান্য আইনি জটিলতা নিরসনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।
বিসিবির বক্তব্য
বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, “সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, সাকিব আল হাসান যদি খেলার মতো ফিট থাকেন এবং তাকে পাওয়া যায়, তবে নির্বাচকরা তাকে আসন্ন হোম ও অ্যাওয়ে সিরিজের জন্য দলে ডাকতে পারবেন।”
মূলত অভিজ্ঞ এই অলরাউন্ডারের সার্ভিস জাতীয় দলের জন্য এখনো অপরিহার্য মনে করছে বোর্ড। বিসিবির এই সবুজ সংকেতের ফলে আগামী সিরিজ থেকেই তাকে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ