বেনাপোলে জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের বিশাল গণমিছিল

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দরনগরী বেনাপোলে এই নির্বাচনী কর্মসূচি পালিত হয়।

বিকেলে আসরের নামাজের পর বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মিছিল চলাকালীন প্রার্থী মাওলানা আজিজুর রহমান হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান এবং দোয়া কামনা করেন।

মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, “দেশ ও জাতির এই সংকটময় মুহূর্তে মাওলানা আজিজুর রহমানের মতো সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের প্রতীক।” তিনি শার্শার সাধারণ মানুষকে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বলেন, আজকের এই বিশাল গণজোয়ার প্রমাণ করে মানুষ দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফের শাসন চায়।
শার্শাকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি
বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দ শার্শা উপজেলাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সভায় মাওলানা ইউসুফ আলীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জামায়াতে ইসলামীর প্রচার-প্রচারণা ও গণসংযোগ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ