নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মিমি খাতুন (২৭) নামে এক গৃহবধূকে মারপিট করেছে স্বামীর পরিবার। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আলমগীর হোসেন বাপ্পীর স্ত্রী।
আহতের পিতা সফিয়ার রহমান জানান, তিনি যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিন বছর আগে সাতক্ষীরা আলমগীর হোসেন বাপ্পীর সাথে তার মেয়ে মিমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রায় দু’লাখ টাকা যৌতুক দিয়েছে জামাইকে। প্রায় দিন যৌতুকের টাকার জন্যে স্বামীর বাড়ির পরিবার তাকে নির্যাতন করে আসছিলো। বুধবার সকালে বাপ্পী স্ত্রীকে আরও এক লাখ টাকা যৌতুক আনতে বলে। মিমি পিতার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে বিকালে তাকে এলোপাতাড়ি মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে পিতার বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
যৌতুক দিতে অস্বীকার করায় গৃহবধূকে মারপিট

