যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: এক বছরে ৩৭৭ কোটি টাকার মালামালসহ আটক ৩৮০

আরো পড়ুন

২০২৫ সালে যশোর রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮০ জন আসামিকে গ্রেপ্তার এবং প্রায় ৩৭৭ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বেনাপোলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গত বছরের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন।
সীমান্ত সুরক্ষা ও বিজিবির তৎপরতা:
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত যশোর রিজিয়নের প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় সাতটি ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে ২০২৫ সালে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।

সারা বছরের অভিযানে উদ্ধারকৃত প্রধান চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে:
* স্বর্ণ ও রৌপ্য: প্রায় ৫৮.৫ কেজি স্বর্ণ এবং ১২৪ কেজি রৌপ্য।
* অস্ত্র ও গোলাবারুদ: ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি।
* জব্দকৃত মোট পণ্যের মূল্য: ৩৭৭ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য:
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গত বছর বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য:
* ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা এবং ৪৯ হাজার ৮৮ বোতল ফেনসিডিল।
* ২৮ হাজার ৩৯৩ বোতল মদ এবং ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা।
* প্রায় ৩৭.৫ গ্রাম হেরোইন এবং ২ লাখ ৬৮ হাজার পিস জীবনরক্ষাকারী ওষুধ।

অধিনায়ক আরও জানান, কেবল যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন গত বছর ৮২ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। এর মধ্যে ২৩ কেজি স্বর্ণ, ১০০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (৪০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল) রয়েছে। এই একক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০৫ জন আসামিকে।
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৬ সালেও তাদের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ