যশোরে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তিকে কুপিয়ে জখম

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের শংকরপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত চান মিয়া শহরের বেজপাড়া এলাকার মৃত ভোলার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে চান মিয়া সাদেক দারোগার মোড় এলাকায় অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে জনি (৩৫) নামে এক ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। একপর্যায়ে জনি চাকুর উল্টো পিঠ দিয়ে চান মিয়ার মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হামলার পর স্থানীয়রা ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চান মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাত থাকলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলাকারী জনির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ