যশোরে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিপিএইচসিডিওএ-এর মতবিনিময় সভা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের বেসরকারি চিকিৎসা খাতের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের ওরিয়েন্ট হোটেলে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান বক্তার বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি এই খাতের উদ্যোক্তাদের বিভিন্ন ন্যায়সংগত সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং যশোরে একটি বিনিয়োগবান্ধব ও মানসম্মত চিকিৎসাসেবার পরিবেশ তৈরিতে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাছিম রেজার সভাপতিত্বে সভায় বক্তারা বেসরকারি স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়বে, যা পর্যায়ক্রমে সেবার মানকে আরও উন্নত করবে।

* মিজানুর রহমান খান, সভাপতি, যশোর চেম্বার অব কমার্স।
* তানভীরুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক, বিপিএইচসিডিওএ যশোর জেলা শাখা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত, বিশিষ্ট চিকিৎসক ডা. মেজবাহ উর রহমান, ডা. কামরুজ্জামান বেনু এবং ডা. আবুল কালাম আজাদ লিটুসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় কাজী ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, জোসনা খাতুন, চঞ্চল হোসেন, আতিকুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ