নিজস্ব প্রতিবেদক ॥ বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর বিরুদ্ধে হুমকি হামলার অভিযোগ করেছেন সতন্ত্র প্রার্থী বদর উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার আসাদুজ্জামান মিন্টু একের পর এক আমার ও আমার সমর্থকদের ওপর হামলা ও হুমকি ধামকি দিয়েই চলেছে। বাঘারপাড়া উপজেলার আওয়ামীলীগের একজন প্রবীন নেতা। এর আগে আমি বাঘারপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। একইসাথে জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু পাটোয়ারি নির্বাচনী পরিবেশ সহিংস করে তুলছে। গত ১ নভেম্বর আমি আমার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়। এসময় আমি ও আমার ছেলে, ভাইসহ আমার পরিবারের সদস্যদের কুপিয়ে রক্তাক্ত করা হয়। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আমার প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থী ও তার ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠছে। তারা আমাকে শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারনা চালাতে দিচ্ছেনা। ১৭ নভেম্বর বিকেলে হুলিহট্ট এলাকায় প্রচারণা চালাতে গেলে একই কায়দায় আমার ও আমার কর্মীদের ওপর হামলা করে প্রতিপক্ষ নৌকার প্রার্থী ও তার সমর্থকরা। এ সময় ৪/৫ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। প্রতিদিন রাতের বেলায় নির্বাচনী এলাকায় আমার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আক্কাস, ইনতাজ, সামসুর রহমান মোল্ল¬া, আলী মন্ডল, সাইদুর রহমান মন্ডল, রবিউল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, গোলাম সরোয়ার, ইসহাক বিশ্বাস, রাজ্জাক মোল্লা প্রমুখ।
বাঘারপাড়ার জহুরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে হামলা হুমকি অভিযোগ সতন্ত্র প্রার্থীর

