সমাজসেবার অনুদান দেওয়ার নামে প্রতারণা: বাঘারপাড়ায় আটক ২

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের নাম ব্যবহার করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে স্থানীয়দের সহায়তায় তাদের ধরা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মো. আলমগীর হোসেন ও শেখ বিলাল হোসেন। স্থানীয় সূত্র জানায়, তারা একটি বড় প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৫-৬ হাজার টাকা করে আদায় করে আসছিল।
বুধবার পাঠান পাইকপাড়া গ্রামে তারা একইভাবে ৩০ হাজার টাকার অনুদান দেওয়ার প্রলোভন দেখালে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি দ্রুত পুলিশকে খবর দেন এবং তাদের হাতেনাতে আটক করা হয়।
সংশ্লিষ্টদের বক্তব্য
* উপজেলা সমাজসেবা কর্মকর্তা: আশরাফুল আলম জানান, এর আগেও এমন একটি চক্র সক্রিয় ছিল। সরকারি কোনো অনুদানের জন্য আগাম অর্থ লেনদেনের প্রয়োজন হয় না। তিনি সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
* পুলিশ প্রশাসন: বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যেকোনো সরকারি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই না করে কাউকে অর্থ প্রদান না করার জন্য তিনি জনগণকে অনুরোধ করেন।
সতর্কবার্তা: সরকারি সেবা বা অনুদান পাওয়ার ক্ষেত্রে কেউ অর্থ দাবি করলে তা নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অবহিত করুন।

আরো পড়ুন

সর্বশেষ