যশোর মহাসড়কে প্রাণ গেল ইজিবাইক আরোহীর: বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে আবারও ঝরল প্রাণ। দ্রুতগতির বাসের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রতিমা কর্মকার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতিমা কর্মকার যশোরের বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী। তিনি পেশাগত বা ব্যক্তিগত কাজে খাজুরা বাজার থেকে ইজিবাইকযোগে শহরের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে প্রতিমা কর্মকারকে বহনকারী ইজিবাইকটি জগমনপুর এলাকার সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে পৌঁছায়। এসময় মাগুরা থেকে যশোর অভিমুখে আসা একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রতিমা কর্মকার সড়কের ওপর ছিটকে পড়েন। ঘাতক বাসটি তাকে পিষ্ট করে দ্রুত গতিতে শহরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর প্রতিমা কর্মকারের গ্রামের বাড়ি মথুরাপুরে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার আকাশ। স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে সন্ধ্যা ও রাতে দূরপাল্লার বাসগুলোর অনিয়ন্ত্রিত গতিকে এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী করছেন তারা।

ঘটনার পরপরই যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘাতক বাসটি শনাক্ত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চালককে আটক ও বাসটি জব্দের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ