যশোরের পুলেরহাটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

আরো পড়ুন

যশোরের পুলেরহাট এলাকায় লিটন নামক এক ব্যক্তির তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে ৪টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, “আমাদের প্রধান লক্ষ্য ছিল আগুন যেন তুলার গোডাউন থেকে আশেপাশে ছড়িয়ে না পড়ে। আমরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি, যার ফলে ঘনবসতিপূর্ণ এলাকার পাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।”
আগুনে তুলার গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা ও উপরের টিনের চালা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তাপে এবং উদ্ধার তৎপরতার সময় পাশের একটি সার ও কীটনাশকের গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গোডাউনের মালিক আব্দুর রাজ্জাক জানান, তার আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হলে সঠিক পরিমাণ জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো পুলেরহাট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের নির্বিঘ্ন কাজের স্বার্থে যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
আগুন নিয়ন্ত্রণ ও উৎসুক জনতার ভিড় সামলাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত উৎস এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ