ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ব্যস্ততম মনিহার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চৌরাস্তায় গিয়ে একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নিয়ে মুসাব্বির হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।
পথসভায় প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুল রহমান সাগর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দেন। তারা বলেন:
> “ফ্যাসিবাদের দোসরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী এখনো এ দেশে ঘাপটি মেরে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা মরিয়া হয়ে উঠেছে। ৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।”
>
নেতৃবৃন্দ অবিলম্বে মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত এবং দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। তারা সাফ জানিয়ে দেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করবে স্বেচ্ছাসেবক দল।
* আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
* শফিকুল ইসলাম, আহ্বায়ক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
* রাজু আহমেদ, সদস্য সচিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
* মোস্তফা তরফদার রয়েল, আহ্বায়ক, নগর স্বেচ্ছাসেবক দল।
* খাইরুল বাশার সুজন, সদস্য সচিব, নগর স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ: ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে’

