দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।
শীর্ষ পদে বিজয়ীদের তালিকা ও ভোটের সমীকরণ:
জকসুর ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। শীর্ষ তিন পদে বিজয়ীরা হলেন:
* ভিপি: মো. রিয়াজুল ইসলাম (অদম্য জবিয়ান ঐক্য)।
* জিএস: আবদুল আলীম আরিফ (অদম্য জবিয়ান ঐক্য)।
* এজিএস: মাসুদ রানা (অদম্য জবিয়ান ঐক্য)।
অন্যান্য প্যানেলের অবস্থান:
অন্যদিকে, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ৪টি পদে জয়লাভ করেছে। এর মধ্যে তিনটি সম্পাদকীয় পদ এবং একটি সদস্য পদ রয়েছে। এছাড়া বাকি একটি পদে স্বতন্ত্র বা অন্য প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ ২১ বছরে এই প্রথম জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে গত কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ছাত্র রাজনীতিতে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে এই নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থী ও বিজয়ী প্যানেলের সমর্থকরা। নবনির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়: ভিপি রিয়াজুল, জিএস আরিফ

