রাজধানীতে অবৈধ আইফোন তৈরির কারখানা: দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

আরো পড়ুন

রাজধানীর উত্তরায় চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ দিয়ে সেখানে আইফোন তৈরি করে আসল হিসেবে বাজারে বিক্রি করা হতো।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
অভিযান ও উদ্ধার
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় ডিবি পুলিশের দুটি দল একযোগে অভিযান চালায়। অভিযানে মোট ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, আইফোনের যন্ত্রাংশ, ফোন তৈরির উন্নত মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন উত্তরা থেকে একজন বাংলাদেশি এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, চক্রটি প্রায় দেড় বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। তারা অত্যন্ত সুকৌশলে এই জালিয়াতি করত:
* পার্টস আমদানি: বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে অবৈধ পথে দেশে আনা হতো।
* গোপন ল্যাব: রাজধানীর ভেতরেই গোপন ল্যাব স্থাপন করে এসব পার্টস সংযোজন (Assembling) করে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করা হতো।
* বাজারজাতকরণ: এসব ক্লোন বা নকল আইফোন আসল হিসেবে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।
তদন্ত ও সতর্কতা
তদন্তে এ চক্রের সঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, যাদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করেনি পুলিশ।
উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ মানুষকে সতর্ক করে বলেন:
> “কম দামে ‘অরিজিনাল আইফোন’ পাওয়ার লোভে পড়ে অনেকেই এই প্রতারণার শিকার হচ্ছেন। অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”
>
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াদিন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ