পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

আরো পড়ুন

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জন আসামির বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন।
আজ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারিত ছিল। বর্তমানে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলম আদালতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।
অন্যদিকে, মামলার প্রধান আসামি শেখ হাসিনাসহ বাকি ১৭ জন পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। আদালতের পেশকার বেলাল উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, আসামির জবানবন্দি গ্রহণ শেষে আদালত যুক্তিতর্কের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।
দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে পূর্বাচলে মূল্যবান সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছিল।
* মামলা দায়ের: গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি করেন।
* চার্জশিট দাখিল: তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হয়।
পূর্বাচল প্রকল্পের এই প্লট বরাদ্দ নিয়ে বড় ধরনের আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে তৎকালীন সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে। আগামী ১৩ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই আলোচিত মামলার বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।

আরো পড়ুন

সর্বশেষ