যশোরের চৌগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আতিয়ার রহমান (৫৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের শলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আতিয়ার রহমান শলুয়া গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র ও আহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আতিয়ার রহমানের প্রতিবেশী কয়েকজনের মধ্যে জমি নিয়ে বাকবিতণ্ডা ও গোলমাল শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এবং বিবাদ মেটাতে এগিয়ে যান আতিয়ার রহমান। একপর্যায়ে একই গ্রামের বাসিন্দা আরবিদের দুই ছেলে রাসেল (৩৫) ও শহিদ (৩৪) ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে আতিয়ার রহমানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন। তার মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে
আতিয়ার রহমানের পরিবারের দাবি, জমি সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। শান্তি বজায় রাখতে গিয়ে উল্টো হামলার শিকার হতে হয়েছে তাকে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও স্বজনরা জানিয়েছেন।
চৌগাছায় জমি বিরোধে সালিশ করতে গিয়ে বৃদ্ধের মাথা ফাটাল প্রতিপক্ষ

