যশোরে বাস চাপায় প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের: চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় বাস চাপায় মুরাদ হোসেন (৪০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসের চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত মুরাদ হোসেন যশোর শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। অন্যদিকে আটক বাসচালক রায়হান (২৫) বাঘারপাড়া উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মুরাদ হোসেন বাইসাইকেল যোগে যশোর শহর থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। দাইতলা নামক স্থানে পৌঁছালে যশোর থেকে নড়াইলগামী একটি দ্রুতগতির লোকাল বাস পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গণপিটুনি ও উদ্ধার
দুর্ঘটনার পর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি গতিরোধ করে চালক রায়হানকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
হাইওয়ে পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার পর চালককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ