নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরে সড়ক দুর্ঘটনার মিছিলে যুক্ত হলো আরও একটি তাজা প্রাণ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের খোলাডাঙ্গা এলাকায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাজ্জাদ (১৯) নামে এক তরুণ মোটরসাইকেল মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সাজ্জাদ যশোর সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ফুড গোডাউনের পাশের ‘নাদিম মোটরসাইকেল গ্যারেজে’ মেকানিক হিসেবে কর্মরত ছিলেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে একটি মোটরসাইকেল মেরামত শেষে সেটি মালিককে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন সাজ্জাদ। পথে খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
সাজ্জাদের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
যশোর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে এবং চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

