চৌগাছায় বিএনপি’র যৌথ সভা ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আরো পড়ুন

যশোরের চৌগাছায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ