খালেদা জিয়ার প্রতি সম্মান: দেশব্যাপী গণভোটের প্রচারণা স্থগিত

আরো পড়ুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে চলমান গণভোটের সকল প্রকার প্রচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে গণভোটের কোনো প্রচারণা চালানো হবে না। তিনি উল্লেখ করেন, দেশের এই বর্ণাঢ্য রাজনৈতিক নেত্রীর দীর্ঘ সংগ্রাম ও অবদানের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনেই ‘জুলাই সনদ’ বিষয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয়ের সমন্বয়ে যে ব্যাপক প্রচার শুরু হয়েছিল, শোকের এই মুহূর্তে তা আপাতত বন্ধ থাকবে।
সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শোকের সময়ে রাষ্ট্রীয় সব ধরণের জাঁকজমকপূর্ণ প্রচার ও আনন্দঘন আয়োজন এড়িয়ে চলা হবে। জুলাই সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটের প্রচারণা পুনরায় কবে থেকে শুরু হবে, তা দাফন পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আরো পড়ুন

সর্বশেষ