খালেদা জিয়ার মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আরো পড়ুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় এই ভাষণ প্রদানের কথা রয়
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় তার এই গুরুত্বপূর্ণ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি প্রয়াত নেত্রীর রাজনৈতিক অবদান ও তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের বিষয়ে আলোকপাত করবেন
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফজরের নামাজের পর তার প্রয়াণের খবর নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
দীর্ঘ রোগভোগ ও শেষ দিনগুলো
দীর্ঘদিন ধরে বহুমুখী শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
* সর্বশেষ ভর্তি: গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
* শারীরিক অবস্থা: তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছিলেন, তিনি লিভার সিরোসিস ছাড়াও হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সংক্রমণে আক্রান্ত ছিলেন।
* বিদেশে চিকিৎসা: উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হয়েছিল। চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেছিলেন।
২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি সংবিধানের বিশেষ ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ