যশোরে পৃথক নাশকতার মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলামসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ও সোমবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম ওই এলাকার আবু তালেবের পুত্র। ডিবি পুলিশ আটকের পর তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করে।
কোতয়ালি থানার এসআই মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, রফিকুল ইসলামকে সদর উপজেলার কানাইতলা গ্রামে নাশকতার পরিকল্পনার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মণিরামপুরে দুই কর্মী আটক
এদিকে মণিরামপুর থানা পুলিশ পৃথক অভিযানে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের আরও দুই কর্মীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন:
* আফজাল হোসেন, গ্রাম: বাকোশপুল।
* তরিকুল ইসলাম, গ্রাম: দূর্গাপুর।
মণিরামপুর থানা পুলিশ জানায়, একটি নির্দিষ্ট নাশকতা মামলায় তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়। সোমবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যশোর জেলা পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
যশোরে নাশকতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

