যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেনাপোল বল ফিল্ড স্টেডিয়ামে শার্শা উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমস্বরে দাবি জানান— “তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দিতে হবে।”
বিক্ষুব্ধ তৃণমূল ও গণজমায়েত
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় পরিবর্তন আসায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরই প্রতিবাদে এবং মফিকুল হাসান তৃপ্তিকে পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে আজ এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন:
* মফিকুল হাসান তৃপ্তি শার্শার মাটি ও মানুষের নেতা হিসেবে দীর্ঘকাল বিএনপির রাজনীতির সাথে যুক্ত।
* ওয়ান-ইলেভেন পরবর্তী সংকটময় সময়ে এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি রাজপথে সক্রিয় ছিলেন।
* তাকে মনোনয়ন বঞ্চিত করা হলে শার্শায় বিএনপির সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবাদী কণ্ঠ
বেনাপোল বল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমায়েতে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। জনতার কণ্ঠে একটাই দাবি উচ্চারিত হচ্ছিল— “তৃপ্তির বিকল্প নেই।” আন্দোলনরতরা বিএনপির হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান

