যশোরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক যুবদল নেতা রানার রিমান্ড মঞ্জুর

আরো পড়ুন

যশোর প্রতিনিধি:
যশোরে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ আটক হওয়া পৌর যুবদল নেতা মাসুদ আল রানার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আটক মাসুদ আল রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ আল রানার বাড়িতে যৌথ বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রানাকে আটকের পর তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘরের পেছনের অংশ থেকে একটি মজুত করা ভাণ্ডার উদ্ধার করা হয়।
* ৭টি তাজা ককটেল
* ৩টি পেট্রোল বোমা (কাঁচের বোতলে প্রস্তুতকৃত)
* ১টি ধারালো ছোরা
* ২টি হাসুয়া

এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ কুমার রায় আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে মামলার তদন্ত ও জব্দকৃত বিস্ফোরকের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।ক?

আরো পড়ুন

সর্বশেষ