ডেনমার্ক পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: ঢাকার ৩ এজেন্টের বিরুদ্ধে যশোরে মামলা

আরো পড়ুন

উচ্চ বেতনে ডেনমার্কে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার একটি এজেন্সির তিন কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকার মফিজুল ইসলাম ইমন বাদী হয়ে এই মামলাটি করেন।
যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।:
১. উশা রহমান: ঢাকা মিরপুর-১ এলাকার ‘উশা রহমান এজেন্সি’র সিনিয়র কনসালটেন্ট।
২. সজীব খান: ওই এজেন্সির কর্মকর্তা।
৩. তানজিলা আহমেদ: ওই এজেন্সির কর্মকর্তা।:
মামলার আরজি থেকে জানা যায়, ভুক্তভোগী মফিজুল ইসলাম ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উশা রহমানের আইডিতে ‘ডেনমার্কে জনবল নিয়োগ’ সংক্রান্ত একটি আকর্ষণীয় বিজ্ঞপ্তি দেখতে পান। সেই বিজ্ঞপ্তির সূত্র ধরে তিনি আসামিদের সঙ্গে যোগাযোগ করেন। আসামিরা তাকে এবং তার পরিচিত আরও কয়েকজনকে ডেনমার্কে নিশ্চিত চাকরির প্রলোভন দেখান।
তাদের প্রস্তাবে বিশ্বাস করে ইমনসহ মোট সাতজন মিলে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র প্রস্তুতের জন্য ধাপে ধাপে ১৮ লাখ ৫ হাজার টাকা আসামিদের প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও আসামিরা তাদের ডেনমার্কে পাঠাতে ব্যর্থ হন। একপর্যায়ে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে আসামিরা গড়িমসি শুরু করেন এবং একসময় টাকা ফেরত দিতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়ে মফিজুল ইসলাম ইমন আদালতের শরণাপন্ন হন।
> সতর্কতা: বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেকোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে তাদের বৈধ লাইসেন্স এবং বিএমইটি (BMET) নিবন্ধন যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

সর্বশেষ