যশোরে আওয়ামী লীগ নেতা ‘কালা মেম্বার’ গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ওরফে ‘কালা মেম্বার’কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।:
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম সরোয়ার বিরামপুর গুলশান মোড় এলাকার মৃত মনির উদ্দিন বিশ্বাসের ছেলে। রবিবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।:
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, কালা মেম্বারের বিরুদ্ধে এলাকায় নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।:
দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্যান্য কোনো অপরাধে সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ