আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কাদের তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্রটি হস্তান্তর করেন।
যশোরের ‘ভিআইপি আসন’ খ্যাত এই আসনে জামায়াতের কান্ডারি আব্দুল কাদের ছাত্ররাজনীতি থেকেই জনপ্রিয় মুখ। তিনি যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি ছিলেন। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতার মনোনয়ন নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা রয়েছে। মূলত ছাত্র আন্দোলনের সময় থেকেই সদর এলাকার সাধারণ মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।
অঙ্গীকার ও নির্বাচনী লক্ষ্য:
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সাক্ষাৎকারে আব্দুল কাদের তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে যশোরের মানুষের সহযোগিতায় সকল প্রকার অনিয়ম, দুর্নীতি এবং মাদককে ‘জিরো টলারেন্স’ নীতিতে এনে একটি নীরব বিপ্লব ঘটানোর চেষ্টা করব।”
তিনি আরও দাবি করেন যে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ‘ক্লিন ইমেজের’ অধিকারী। ভোটারদের কোনো প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ করার সুযোগ নেই, ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোটারদের পূর্ণ সমর্থন জামায়াত পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।:
মনোনয়নপত্র জমাদানের সময় আব্দুল কাদেরের সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
* অধ্যাপক গোলাম কুদ্দুস (সহকারী সেক্রেটারি)
* অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস (প্রচার সেক্রেটারি)
* অধ্যাপক আবুল হাশিম রেজা (কর্মপরিষদ সদস্য)
* নূর-ই-আল মামুন:
যশোর-৩ আসনে ইতিমধ্যেই বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতা রাশেদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের এই পদক্ষেপে এই আসনে একটি তীব্র ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে।
> পরবর্তী ধাপ: নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে মনোনয়নপত্রগুলোর চূড়ান্ত যাচাই-বাছাই সম্পন্ন হবে।
যশোর-৩ আসনে জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের মনোনয়নপত্র জমা:

