পৃথক অভিযানে যশোরে মাদকসহ তিনজন আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে যশোরে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সদর ফাঁড়ি পুলিশের এএসআই মহসিন আলী জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে যশোরের নড়াইল বাসস্ট্যান্ড বটতলা থেকে একশ’ পিস ইয়াবাসহ ইলিয়াছ হোসেন (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তিনি যশোর শহরের সিটি কলেজপাড়ার মৃত হামিদ শিকদারের ছেলে। চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই হাফিজুর রহমান জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে চাঁচড়া রায়পাড়া রেল পুকুরপাড় থেকে এক কেজি গাঁজাসহ তানজিলা খাতুন (৩২) নামে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। আটক তানজিলা খাতুন শহরের চাঁচড়া কয়লাপট্টি এলাকার বাচ্চু শেখের স্ত্রী।
কোতোয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন খান জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ৭টার দিকে শহরের খড়কী কলাবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তিনি একই এলাকার সদর আলীর ছেলে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ