যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চিরুনি অভিযান ‘ডেভিল হান্টফেস–২’-এ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
:
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সহিংসতা এবং নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়ায় আন্দোলন চলাকালে গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে বোমা হামলা, ভোটকেন্দ্রে আক্রমণ এবং সাম্প্রতিক নাশকতার পরিকল্পনার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১২ জনকে হেফাজতে নেওয়া হয়। রোববার তাদের কঠোর নিরাপত্তায় যশোর আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অব্যাহত অভিযান:
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং চিহ্নিত অপরাধীদের ধরতে ‘ডেভিল হান্টফেস-২’ অভিযান অব্যাহত থাকবে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
যশোরে ‘ডেভিল হান্টফেস–২’ অভিযানে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

