: যশোর সদর উপজেলার শংকরপুর হাজারী গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিরাজ (২৫) নামে এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
* ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে।
* আহত মিরাজ যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
* স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা মিরাজকে মারধর করে।
* অভিযুক্তরা হলেন শংকরপুর গ্রামের সুরুজের ছেলে শাকিব (২৫), জাকিরের ছেলে রাহাত (২৯), এবং সুরুজ (৪৮)।
* এই তিনজন প্রথমে মিরাজকে শংকরপুর মায়া তেল পাম্পের কাছ থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।
* এরপর তাকে শংকরপুর হাজারী গেটে নিয়ে এসে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
* মারধরের সময় মিরাজের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন
* আশ্চর্যজনকভাবে, মারধরের পর অভিযুক্তরাই আহত মিরাজকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তাকে ভর্তি করে।
যশোরে যুবককে মারধর: পূর্ব শত্রুতার জেরে মিরাজ গুরুতর আহত

