ঝিকরগাছায় ভুয়া মুক্তিযোদ্ধা সেজে চাঁদা তুলতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক,

আরো পড়ুন

মুক্তিযোদ্ধা  মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে মৃত, দুঃস্থ ও অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক ভুয়া মুক্তিযোদ্ধা। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
* চাঁদা আদায়ের খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে কায়েমকোলা এলাকা থেকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দপ্তরে নিয়ে আসেন।
* ইউএনও কার্যালয়ে সাইফুল ইসলাম নজরুল তার মুক্তিযোদ্ধা পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হন।
* পরবর্তীতে তাকে ঝিকরগাছা থানায় পাঠানো হয়।

* কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নজরুল দাবি করেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাইয়ের জন্য পাঠিয়েছেন।
* তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠিপত্র আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি
* জানা যায়, কথিত এই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে একাধিক বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে অর্থ আদায় করেছেন:
* মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবার থেকে ৩,০০০ টাকা।
* দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের কাছ থেকে ২,০০০ টাকা।
* মরহুম আব্দুল কালেকের পরিবার থেকে ১,০০০ টাকা।
* তবে আটকের পর জাহানারা খাতুনের কাছ থেকে নেওয়া ২,০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য:
* ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন এবং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে নজরুল থানা হেফাজতে ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ