যশোরে আলোচিত বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর  শহরের ষষ্টিতলা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, যশোর। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার

* র‍্যাব-৬ যশোরের সদস্যরা মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করেন।
* আটক ইমন যশোর সদর উপজেলার ডালমিল কলাবাগান এলাকার জব্বারের ছেলে।
* র‍্যাব সূত্র জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ কাজ করেছে।
* ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার পরবর্তীতে নিহত বিপুলকে বিয়ে করেন। এই ঘটনায় বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
* এই বিরোধের জেরে রিয়াজ, ইমনসহ অন্যান্য আসামিদের সঙ্গে বিপুলের একাধিকবার কলহ হয়।
* এরই ধারাবাহিকতায়, গত ১২ জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে শহরের ষষ্টিতলা এলাকায় ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশরাফুল ইসলাম বিপুলকে হত্যা করে।
* ঘটনার পরদিন নিহতের মা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
আইনগত প্রক্রিয়া:
* র‍্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, গ্রেপ্তারকৃত ইমনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ