যশোর সদর উপজেলার রূপদিয়া গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মা ও ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। হামলায় আহত মমতাজ বেগম ও তার ছেলে জিহাদ হাসানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একই এলাকার চারজন—মোহাম্মদ আলী (৪৫), মিঠু (৪০), বুলবুল (৪২), এবং টিপু (৩২)—তাদের বাড়িতে চড়াও হয়।
* অভিযুক্তরা প্রথমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
* এরপর তারা জিহাদ এবং তার মা মমতাজ বেগমকে এলোপাতাড়ি মারধর করে।
* মারধরের পর হামলাকারীরা ঘর থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
আহত মা ও ছেলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ ও অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
যশোরে পূর্ব শত্রুতার জের: মা-ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

