অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কারচুপি: মনিরামপুরে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

আজমীরি বেকারি: অস্বাস্থ্যকর উৎপাদন ও নকল পণ্য
অধিদপ্তর সূত্র জানায়, আজমীরি বেকারিতে অভিযানকালে বিভিন্ন গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়, যার মধ্যে রয়েছে:
* অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন।
* কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা।
* পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের সময় অলিখিত রাখা।
* পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকল করা।
এই সকল অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ঘোষ ডেয়ারি: দইয়ে ওজনের কম
অন্যদিকে, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতেও অভিযান চালানো হয়। সেখানে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম ওজনের দই দেওয়া হয়েছিল।
এই প্রতারণার দায়ে একই আইনের ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাবের সদস্য এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ