২৭ ঘণ্টা পেরোলেও খোঁজ নেই শিশু সাজিদের, উদ্ধার অভিযানে নামানো হলো সুড়ঙ্গ দল

আরো পড়ুন

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের সদস্যরা গর্ত খুঁড়ে ৪২ ফুট পর্যন্ত ক্যামেরা নামিয়ে অনুসন্ধান চালালেও শিশুটির কোনো সন্ধান পাননি।
৪৬ ঘণ্টা পর ব্যর্থ প্রাথমিক চেষ্টা
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে শিশু সাজিদ একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল তিনটা পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা ধরে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের সঙ্গে তিনটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
কাঁদা ও পানির কারণে কাজ ব্যাহত
উদ্ধারকারীরা এখন নতুন কৌশল অবলম্বন করছেন। তিনটি এক্সকাভেটর দিয়ে খননকাজ শেষ হওয়ার পর, সেই খননকৃত স্থানের ভেতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়েছে, সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে সুড়ঙ্গ তৈরির কাজ কাঁদা ও পানির কারণে ব্যাহত হচ্ছে।
এর আগে গভীর রাত পর্যন্ত নলকূপের প্রায় ৩০ ফুট গভীরতায় ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি।
‘উদ্ধার ছাড়া বিকল্প নেই, আরও সময় লাগবে’
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম নিশ্চিত করেছেন, ৪২ ফুট গভীরতায় শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, “উদ্ধার ছাড়া বিকল্প নেই, তাই বড় পরিসরে খোঁড়ার কাজ চলছে। শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগবে।”
প্রসঙ্গত, শিশুটি গর্তে পড়ার দিন দুপুরে তার কান্নার শব্দ শোনা গিয়েছিল, কিন্তু এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন

সর্বশেষ