নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ, নাচলেন প্রার্থীও

আরো পড়ুন

জাগো ডেস্ক :তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এখন চলছে প্রচারণা। তবে নির্বাচনী ফলাফল কী হবে তা এখন জানা সম্ভব না হলেও ঠিকই আলোচনায় এসেছেন কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে সংরক্ষিত নারী প্রার্থী পুতুল বেগম।

তার নির্বাচনী প্রচারণায় বোরকা পরে গানের তালে নেচেছেন কয়েকজন পুরুষ। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী পুতুল বেগম।

৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চাইছেন। এ প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন পুতুল বেগম নিজেই। পুরুষদের সঙ্গে তিনিও নাচার চেষ্টা করেছেন।

জানতে চাইলে পুতুল বেগম জাগোকে বলেন, ‘শুক্রবার প্রতীক বরাদ্দের দিন আমি সূর্যমুখী ফুল মার্কা পেয়েছি। পরদিন সমর্থকরা গ্রামে মিছিল বের করেন। প্রচারণায় ভিন্নতা আনতে পুরুষদের দিয়ে মিছিলটি করানো হয়েছে। এতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ