: শ্বশুরবাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিল্লাল হোসেন (২৬) নামে এক যুবক। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিল্লাল হোসেন যশোর শহরের নাজিরশংকরপুর চাতালের মোড় এলাকার বাসিন্দা মৃত বাহারুল মোল্লার ছেলে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিল্লালের শ্বশুরবাড়ির ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
তবে কেন বিল্লাল আত্মহত্যা করলেন, সেই বিষয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি। তিন সন্তানের জনক এই যুবকের আত্মহত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এসআই ফজলুর রহমান।
যশোরে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক আত্মহত্যা,

