যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, মাদক ও দেশি অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

আরো পড়ুন

যশোর (কেশবপুর): যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র, মাদক এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত চার ব্যক্তি কেশবপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন:
* আলমগীর (৪০), পিতা- আব্দুল আজিজ, সাং- ভোগতি।
* জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা- আব্দুল আজিজ, সাং- ভোগতি।
* রাসেল (২২), পিতা- মফিজুর রহমান, সাং- মূল গ্রাম।
* উজ্জল (৩৮), পিতা- নজির বিশ্বাস, সাং- আলতাপোল।
কেশবপুর থানা পুলিশ জানায়, ভোগতি, মূলগ্রাম এবং আলতাপোল গ্রামের অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়:
|
| অস্ত্র ও গোলাবারুদ | ১টি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতি সহ ২০টির বেশি ধারালো দেশীয় অস্ত্র। |
| মাদকদ্রব্য | ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও খালি মদের বোতল। |
| অপরাধ সরঞ্জাম | ২টি ইলেকট্রিক শক মেশিন, ১টি টাকা গোনার মেশিন, ৪টি অ্যান্ড্রয়েড ফোন ও ৪টি বাটন ফোন। |
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে কেশবপুর থানা পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ