ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লার বিজয় জরুরি: যশোরে জামায়াতের কেন্দ্রভিত্তিক কর্মী সমাবেশ

আরো পড়ুন

সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রহিমপুর প্রাইমারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে কেন্দ্রভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।
সমাবেশে উপস্থিত বক্তারা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়নে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করা অত্যন্ত জরুরি।
তারা কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান, দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের বিজয় সুনিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা তৌফিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক সাইদুর রহমান, আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, মুসাইদ হোসাইন-সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।।

আরো পড়ুন

সর্বশেষ