যশোরে  অস্ত্র ও মাদক চালানের অন্যতম পরিকল্পনাকারী ‘ইন্দুর মামুন’ গ্রেফতার:

আরো পড়ুন

সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনার নেপথ্যের অন্যতম পরিকল্পনাকারী জালাল উদ্দিন মামুন ওরফে ‘ইন্দুর মামুন’-কে অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক পাচারে মধ্যস্থতা এবং অর্থ বিনিয়োগের অভিযোগ রয়েছে।’
গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন সদর উপজেলার সুজলপুর হঠাৎপাড়া এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে পূর্ব থেকেই ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, গত ৩০ নভেম্বর গভীর রাতে মধুগ্রাম এলাকা থেকে প্রথমে লিটন গাজী (৩৮) নামে এক বাহককে আটক করা হয়। লিটন গাজী ৭০ হাজার টাকার বিনিময়ে এই অস্ত্রের চালানটি কক্সবাজারে পৌঁছে দেওয়ার কাজ করছিলেন।
জিজ্ঞাসাবাদে লিটন গাজী এই অস্ত্রচক্রের মূল মালিক ও অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করেন। পরে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে ইন্দুর মামুনের নাম উল্লেখ করেন। এই তথ্যের ভিত্তিতেই ডিবি পুলিশ ইন্দুর মামুনকে ধরতে অভিযান শুরু করে।
অবশেষে গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে সুজনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এসআই বাবলা দাস আরও জানান, বাহক লিটন গাজী আটকের রাতেই এই চালানের আরেক অর্থ-সহযোগী, যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার ‘কালা তপন’, যশোর ছেড়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
গ্রেপ্তারকৃত ইন্দুর মামুনকে ৪ ডিসেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ