যশোরে বিজিবির অভিযানে দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

আরো পড়ুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় একটি সফল অভিযান চালিয়েছে। এই অভিযানে দুই কোটি ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (আজ) ভোর ৫টা ৩০ মিনিটে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১.১৬৪ কেজি (১০টি) ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকারও বেশি।
স্বর্ণের পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
আটককৃত পাচারকারীরা হলেন:
১. ফরিদুল ইসলাম (২৮): চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
২. মাহাফুজ আলম (৩১): ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ