– চাঁদার দাবি মেটাতে অস্বীকার করায় একটি ফাস্টফুড দোকান থেকে দুই কর্মচারীকে তুলে নিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (তারিখ উল্লেখ নেই) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের পৌরপার্কের সামনে এই ঘটনা ঘটে।
আহত দুই কর্মচারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন:
* সাগর: সদর উপজেলার সুতিঘাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
* ইসমাইল: খুলনার তেরোখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের বাবুল শেখের ছেলে
ফাস্টফুড দোকান ‘ইসলাম ফাস্টফুড’-এর মালিক ইসলাম জানান, মঙ্গলবার সকালে স্টেডিয়ামপাড়ার জিয়া ও রনি নামে দুজন যুবক তার দোকানে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মালিক ইসলাম সেই টাকা দিতে অস্বীকার করেন এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের জানান।
* হামলা: এর কিছুক্ষণ পর, বিকেলে জিয়া ও রনির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক দোকানে আসে
* মারপিট: দোকানে মালিক ইসলামকে না পেয়ে তারা তার দুই কর্মচারীকে তুলে নিয়ে জিমনেশিয়ামের সামনে নিয়ে যায়। সেখানে লাঠি ও হকস্টিক দিয়ে তাদের বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত কর্মচারীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, “বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।”
যশোরে চাঁদার টাকা না দেওয়ায় ফাস্টফুড কর্মচারীদের মারধর

