যশোরে মোবাইল ফোন নিয়ে দাম্পত্য কলহ: প্রাণ গেল গৃহবধূর

আরো পড়ুন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে রেক্সোনা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার সিতারামপুর পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেক্সোনা সিতারামপুর গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে রেক্সোনা সবার অলক্ষ্যে নিজ বসতঘরের আড়ার সাথে শাড়ির পাড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা ঘটনাটি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
:
নিহতের ভাসুর হাসিব সংবাদমাধ্যমকে জানান, বাইরে থেকে তাদের সংসার স্বাভাবিক মনে হলেও সম্প্রতি একটি মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। তিনি অভিযোগ করেন, “রেক্সোনা গোপনে একটি মোবাইল ফোন ব্যবহার করতেন, যা তার স্বামী বাড়িতে না থাকলে বের করতেন। পরকীয়া সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে সন্দেহ করে ফোনটি কেড়ে নেওয়ায় তিনি হয়তো অভিমানে এই পথ বেছে নিয়েছেন।”
:
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।?

আরো পড়ুন

সর্বশেষ