যশোরে ট্রাকের ধাক্কায় পোলট্রি ব্যবসায়ী নিহত

আরো পড়ুন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা বেলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় পোলট্রি মুরগি ব্যবসায়ী তুষার হোসেন (৩৭) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন।
নিহত তুষার হোসেন যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আকবর আলী বিশ্বাসের ছেলে। তিনি শহরতলীর ধর্মতলা বাজারে পোলট্রি মুরগির ব্যবসা করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর বিকেল ৩টার দিকে তুষার হোসেন তার ব্যক্তিগত ভ্যান চালিয়ে সতীঘাটা বাজারের দিকে যান। কাজ শেষে ফেরার পথে বেলতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তুষার রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা তুষারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী নাসিমা বেগম থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, পলাতক ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পোলট্রি ব্যবসায়ীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।?

আরো পড়ুন

সর্বশেষ