বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত; গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করলেন মফিকুল হাসান তৃপ্তি

আরো পড়ুন

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোল হাই স্কুল মাঠে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণ ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই মাহফিলটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহে পূর্ণ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।
তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়াকে “গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন:
> “তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের সকলের প্রাণের দাবি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি— তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”
>
তিনি আরও জোর দেন যে, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। ফলে, তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের আশা ও প্রত্যাশার বিষয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহাদাত হোসেন দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পৌর যুবদল (আহ্বায়ক: মোঃ মফিজুর রহমান বাবু), পৌর স্বেচ্ছাসেবক দল (আহ্বায়ক: মোঃ সহিদুল ইসলাম শহীদ), পৌর ছাত্রদল (আহ্বায়ক: মোঃ আরিফুজ্জামান আরিফ), কৃষক দল, শ্রমিক দল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ